বাঁকুড়ায় কুড়ুলের আঘাতে ক্ষতবিক্ষত বিজেপির বুথ সভাপতি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ এপ্রিল: বিজেপির বুথ সভাপতিকে মারধর ও ঘর ভাঙ্গচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর এলাকার আদ্রায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ১০-১২ জনের একদল দুষ্কৃতি গতকাল সন্ধ্যার পর আদ্রা এলাকার বিজেপির বুথ সভাপতি শ্যামাপদ বাউরির উপর চড়াও হয়।তার বাড়িতে ভাঙ্গচুর চালানো হয়, বাধা দিতে গেলে দুষ্কৃতিরা রড, লাঠি ও কুড়ুল নিয়ে বেধরক মারধর করে শ্যামাপদকে। কুড়োলের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে পাত্রসায়ের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় উদ্বিগ্ন বিজেপির বিষ্ণুপু্র জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ছুটে আসেন বাঁকুড়া সম্মলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাস কায়েম করতে চাইছে। এই ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে রসুলপুর অঞ্চল তৃণমূলের সভাপতি তাপস বরি বলেন, গ্ৰামের বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *