আমাদের ভারত, শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর: কলকাতা পুর নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অশান্তির ও সন্ত্রাসের অভিযোগ তুলে শিলিগুড়ির হাসমিচকে পথ অবরোধ করে বিজেপি। রবিবার দুপুরে দুই বিধায়ক শংকর ঘোষ ও আনন্দময় বর্মণের উপস্থিতিতে এই অবরোধ কর্মসূচি নেওয়া হয়। তারা সকলে রাস্তার মাঝে বসে থাকেন বেশ কিছুক্ষণ।
পরে শিলিগুড়ি সাংগঠনিক জেলার আহ্বায়ক তথা বিধায়ক আনন্দময় বর্মণ বলেন, কলকাতায় নির্বাচনের নামে প্রহসন চলছে। ওখানে লুঙ্গি বাহিনী ছাপ্পা ভোট দিচ্ছে প্রতি বুথে। আর রাজ্যের পুলিশ শাসক দলের গোলামি করে চলছে। তারা সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আগামীতে আমাদের রাজ্য প্রতিনিধিরা যে নির্দেশ দেবে সেভাবেই আবার আন্দোলন করা হবে।