আমাদের ভারত, হাওড়া, ১৯ ডিসেম্বর: কলকাতা পুরভোটে লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে রবিবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কে পাঁচলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির হাওড়া গ্রামীণ জেলা নেতৃত্ব। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল। এদিন তিনি অভিযোগ করেন, রবিবার কলকাতা পুরভোট প্রহসনে পরিণত হয়েছে। লাগাম ছাড়া সন্ত্রাসের ভয়ে সাধারণ ভোটাররা আতঙ্কিত। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন প্রত্যুষবাবু।
অন্যদিকে এদিনের এই পথ অবরোধে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আধ ঘন্টা পর পথ অবরোধ উঠলে যান চলাচল স্বাভাবিক হয়।