গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ জানুয়ারি: আইপ্যাক- এর ঘটনায় মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ দেখালো বিজেপি।

শনিবার আরামবাগ- তারকেশ্বর রোডের মায়াপুর মোড় এলাকায় এই বিক্ষোভ দেখানো হয়। এদিন আরামবাগের বিজেপির নেতা হেমন্ত বাগের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল পুড়িয়ে গ্রেফতারের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আরামবাগ- তারকেশ্বর রোডে দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজটের সৃষ্টি তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিজেপি। এই প্রতিবাদ বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা হেমন্ত বাগ সহ মন্ডল- অঞ্চল ও বুথ স্তরের একাধিক নেতৃত্ব। এই বিক্ষোভে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা সামিল হন।

