আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ নভেম্বর: সরকারি চাল, গম বে-আইনি ভাবে বাজারে বিক্রি হচ্ছে, এমনকি পাচার করা হচ্ছে বাংলাদেশে। বনগাঁতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল বিজেপি। রবিবার বনগাঁ থানার কালুপুরে রাধাকৃষ্ণ রাইস মিলের সামনে যশোহর রোড অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, এই বে-আইনি চাল-গম ঐ রাধাকৃষ্ণ রাইস মিলে মজুত করে রাখা হয়। অবিলম্বে এই রাধাকৃষ্ণ রাইস মিল সিল করার দাবিও জানানো হয়৷ কয়েকদিন আগে ঘোচাডাঙা সীমান্তে ধরা পড়া ১৭৫ টন গম নিয়েও বে-আইনি মজুতের অভিযোগ আনা হয়। অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সহ
সভাপতি দেবদাস মন্ডল, বারাসাত জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, দুলাল বর, যুব নেতৃত্ব রাজীব রায় সহ আরও অনেক নেতৃত্ব। ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে তা উঠে যায়।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলার দলের মেন্টর গোপাল শেঠ বলেন, ঘোজাডাঙা সীমান্তে যে ১৭৫ টন গম ধরা পড়েছিল সে বিষয়ে আইন – আইনের পথেই চলবে। বিজেপি বর্তমানে আইন ও শৃঙ্খলা ভঙ্গে দেশে বিখ্যাত হয়ে উঠেছে। মানুষ এদের ক্ষমা করবে না।