গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৭ জুন: বেহাল রাস্তা মেরামত ও সেতু দিয়ে ওভারলোডিং গাড়ি যাওয়া বন্ধ করা ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথ অবরোধ করল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। শনিবার ঘটনাটি ঘটে আরামবাগ পল্লীশ্রী মোড়ের কাছে। এদিন যুব মোর্চার নেতা বিশ্বজিত ঘোষের নেতৃত্বে পথ অবরোধ করা হয়। এই পথ অবরোধে সামিল হন ১০০ জন নেতা ও কর্মীরা।
যুব মোর্চার নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, আরামবাগ- কালিপুর রামকৃষ্ণ সেতুটি দুর্বল ও রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। এখানকার আইসি স্থানীয় তৃণমূলের চেয়ারম্যান আরামবাগের এসডিপিও ও ভাইস চেয়ারম্যান দুজন মিলে ওভারলোডিংয়ের পয়সা তুলে যাচ্ছে। প্রশাসন দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন এবিষয়ে কোনো ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো।