আমাদের ভারত, হাওড়া, ৩১ অক্টোবর: বাগনানে বিজেপি নেতা কিঙ্কর মাজী খুনে অন্যতম অভিযুক্ত পরিতোষ মাজীকে গ্রেফতার ও বৃহস্পতিবার বনধে ধৃতদের মুক্তির দাবিতে শুক্রবারের পর শনিবারেও উলুবেড়িয়ার একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা কর্মীরা।
এদিন সকালে বিজেপি কর্মীরা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের মল্লিকপোল এলাকায় উলুবেড়িয়া আমতা রোড অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতা কর্মীরা। প্রায় আধঘণ্টা পথ অবরোধ চলার পর রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ মুক্ত করে।
অন্যদিকে, এদিন বিকেলে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার খলিশানী কালিতলা মোড়ে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। এখানেও প্রায় আধঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। এদিনের এই পথ অবরোধে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যহত হয়। অপরদিকে এদিন সন্ধ্যায় বাগনানে মৌন মিছিল করে বিজেপি কর্মীরা। এদিন মিছিল রথতলা থেকে বেরিয়ে বাগনান শহর পরিক্রমা করে।
বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাধুখাঁ জানান অষ্টমীর রাতে বিজেপি নেতা কিঙ্কর মাজীকে গুলি করার পর বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ এখনোও পযন্ত পরিতোষ মাজীকে গ্রেফতার করতে পারেনি এমনকি বনধের দিন মিথ্যা অভিযোগে পুলিশ বিজেপির এক যুব নেতা সহ ৬ জনকে গ্রেফতার করার প্রতিবাদে আমাদের এই আন্দোলন। তিনি জানান বাগনানে বিজেপি নেতা খুনের প্রতিবাদে আগামী ৩রা নভেম্বর বিজেপি হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে বাগনান থানায় ডেপুটেশান দেওয়া হবে।