সৌমিত্র খাঁর গ্রেপ্তারের প্রতিবাদে নদিয়ায় বিজেপি কর্মীদের পথ অবরোধ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ সেপ্টেম্বর: রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদক তথা আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জকে ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার প্রতিবাদে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আসানসোলে অবস্থান বিক্ষোভে সামিল হলে তাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে শনিবার নদিয়ার কৃষ্ণনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শমিল হন নদিয়া উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার কর্মীরা। প্রায় আধঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলে। এর ফলে রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী গাড়ি। চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে।

বিজেপি যুব মোর্চার সভাপতি সৈকত সরকার জানান, আমরা পথ অবরোধ করে প্রশাসনকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আমরা এটা শুরু করলাম আগামী দিনে আপনি আপনার উচ্চ নেতৃত্বকে জানান যে কোনও রকম হেনস্থা করা যাবে না বিজেপি কর্মী বা নেতৃত্বকে। আজ কৃষ্ণনগরের রাস্তা অবরুদ্ধ করলাম আগামী দিনে সারা নদিয়া জেলাজুড়ে যে আন্দোলন হবে যেভাবে চলবে সেটা কিন্তু প্রশাসন ঠেকাতে পারবেন না। তাই যারা তৃণমূলের আছেন যারা এটাকে প্রশ্রয় দিচ্ছেন, আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আপনি এই নোংরামোগুলো বন্ধ করুন‌। মতাদর্শের লড়াই করুন। এই নোংরামো করে গ্রেফতার করে আমাদের দমানো যাবে না। সৌমিত্র খাঁর নেতৃত্বে যুব মোর্চা লড়ছে লড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *