নীল বনিক, আমাদের, ২৭ জানুয়ারি: ঘুস নেওয়ায় অভিযুক্ত মন্ত্রীদের পদত্যাগের দাবিতে রাস্তা অবরধ বিজেপি কর্মীদের। সোমবার কলকাতায় পোস্তার কাছে মালাপাড়া ক্রসিংয়ের সামনে পথ অবরোধ করেন যুবমোর্চার কর্মীরা।
গত পরশু একটি বাংলা টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে রাজ্যের দুই মন্ত্রী ঘুস নিচ্ছেন। সরকারি কাজ পাইয়ে দেবার নাম করে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও পরিসংখ্যান মন্ত্রী তাপস রায় ঘুস নিচ্ছেন। তার প্রতিবাদে আজ বিজেপি কর্মীরা উত্তর কলকাতায় পথ অবরোধ করেন। তারা আগুন জ্বালিয়ে বেশ কিছু সময় অবরোধ করে।
বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি বলেন, মন্ত্রীরা ঘুস নিচ্ছেন তা পরিস্কার দেখাযাচ্ছে। তারপরেও রাজ্যের পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের কোনও ব্যবস্থা নেয়নি। মন্ত্রীরা সবাই নিজের মতো ঘুরছেন। সেইজন্য দুই মন্ত্রীর পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা এদিন পথ অবরোধ করেছেন। রাজ্য সরকার দুইমন্ত্রীকে বরখাস্ত না করলে ফের কলকাতায় পথ অবরোধের হুমকি দেন বিজেপি নেতা নারায়ন চ্যাটার্জি।