আমাদের ভারত, হাওড়া, ১২ সেপ্টেম্বর: ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর গ্রেফতারের প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা। এদিন দুপুরে বাগনানে প্রতিবাদ মিছিলের পাশাপাশি লাইব্রেরি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা যুব মোর্চার নেতা ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারতীয় জনতা যুব মোর্চার নেতা প্রেমাংশু রানা।
অন্যদিকে, এদিন উলুবেরিয়া গরুহাটা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া মন্ডল, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা প্রাক্তন সভাপতি গৌতম রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিনের এই পথ অবরোধে উলুবেড়িয়া ওটি রোডে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।