জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বেলদাতে পথ অবরোধ করল বিজেপি।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্তা করা হয়েছে বুধবার সকালে কলকাতায়। এরই প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গার মত এদিন পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কাঁথি খড়গপুর রাজ্য সড়ক বেলদা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে কাঁথি-খড়গপুর রাজ্য সড়ক।