গোপাল রায়, আরামবাগ, ১২ সেপ্টেম্বর: বিজেপি সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁকে আসানসোল পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে আরামবাগে পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার বেলা
১১টা নাগাদ আরামবাগ জেলা যুব মোর্চার পক্ষ থেকে আরামবাগের ধামসা এলাকায় পথ অবরোধ করে যুব মোর্চার কর্মী সমর্থকরা। অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ জেলা যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ। প্রায় ৪০ মিনিট অবরোধ থাকার পরে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা।