করোনায় আক্রান্ত তৃণমূল নেতার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ, এলাকার সকলের পরীক্ষায় দাবি জানিয়ে পথ অবরোধ বিজেপির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ জুলাই:
করোনায় আক্রান্ত তৃণমূল নেতার বিরুদ্ধে
দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ও এলাকার সব মানুষের করোনা টেস্টের দাবি জানিয়ে পথ অবরোধ করল বিজেপি। বুধবার দুপুরে রানাঘাট আইসতলায় কৃষ্ণনগর রানাঘাট রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার রানাঘাট ১পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। অভিযোগ, তিনি অসুস্থ জেনেও ইচ্ছাকৃত ভাবে তা লুকিয়ে মিটিং মিছিল সব কিছুতে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার তাঁর শারীরিক অসুস্থতার জন্য তিনি লালারাসের নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। তারপরেও তিনি রিপোর্ট হাতে না পেয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পার্টির মিটিং মিছিলে যোগদান করেছেন। বিভিন্ন মানুষের বাড়িতেও গেছেন। এমনকি ওনার নিজের বাড়িতেও কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছিলেন বলে অভিযোগ করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *