স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জুলাই:
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। বুধবার প্রাতঃভ্রমনে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দিলীপ ঘোষ। আর এর পরই বুধবার দুপুরে নদিয়া দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে শান্তিপুরের বাবলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিজেপি কর্মীরা। পরে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।