আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: “জলমগ্ন শহর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যু! কিন্তু যাঁর কাঁধে কলকাতার দায়িত্ব, তিনি নিশ্চিন্ত ভঙ্গিতে আসনে হেলান দিয়ে সময় কাটাচ্ছেন।” মঙ্গলবার ‘আসনে হেলান দিয়ে’ বসা মেয়রের ছবি-সহ এই অভিযোগ করল রাজ্য বিজেপি।
সামাজিক মাধ্যমে ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, “সামনে দুর্গাপূজা, শহর ডুবে আছে জলে আর নাগরিকরা ভুগছে চরম দুর্দশা। কিন্তু মেয়রের মুখে এক ফোঁটা উদ্বেগও নেই-এই কি জনসেবার ছবি? এই কি দায়িত্বশীল প্রশাসন? কলকাতার মানুষ উত্তর চায়।”

