Shamik, Suvendu, BJP, ঋষি বঙ্কিমের বাড়ি যেতে শুভেন্দুকে বাধাদানের দায় মেয়র ও প্রশাসনের ওপর চাপালো বিজেপি

আমাদের ভারত, ৯ নভেম্বর: ৫, প্রতাপ চ্যাটার্জি লেনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন যান, তখন ইচ্ছাকৃতভাবে রাস্তা খুঁড়ে ফেলা হয়। বন্ধ রাখা হয় ওই বাড়ির গ্রন্থাগার। যেহেতু এটি কলকাতা পৌরসভার অধীনে, তাই স্থানীয় প্রশাসন এবং মেয়রের দায়িত্ব এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীকবাবু জানান, ২০০৬ সালে বামফ্রন্ট সরকার সেই বাড়িকে একটি গ্রন্থাগারে রূপান্তরিত করে। ২০১৪ সালে স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ বোস সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন।

শুক্রবার ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপনে রাজ্য বিজেপি-র কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন শমীকবাবু। তিনি জানান যে, চুঁচুড়ার ‘বন্দে মাতরম ভবন’-এ সম্প্রতি যে অনুষ্ঠান হয়, সেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি নৈহাটিতে, রাহুল সিনহা ছিলেন লালগোলা, মুর্শিদাবাদে যেখানে ‘আনন্দমঠ’ রচনা হয়েছিল এবং তিনি শিকলকালী মন্দিরে যান।

শমীকবাবু জানান, ওই দিন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন বারাসতে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন; বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন ৫, প্রতাপ চ্যাটার্জি লেনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়িতে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত যেতেন।

তিনি জানান, বিজেপি পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ১৫০০ স্থানে জাতীয় পতাকা সহ ‘বন্দে মাতরমের কর্মসূচি আয়োজন করেছিল, যা সম্পূর্ণরূপে অরাজনৈতিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *