আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ: পুরভোটের দিন ঘোষণা না হলেও দেওয়াল লিখনের মধ্যে দিয়ে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।শুক্রবার সকালে নদিয়ার শান্তিপুর পুরসভার ভদ্রা কালি তলায় দেওয়াল লিখন শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। শান্তিপুর পুরো সভায় কিছুদিন আগেই পুরভোটকে সামনে রেখে কর্মীসভা করে বিজেপি। সেখানেই এই দেওয়াল লিখন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।যদিও এখনো শান্তিপুরে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।