আমাদের ভারত,বাঁকুড়া, ২৯ আগস্ট: দলীয় সভা সেরে বাড়ি ফেরার পথে তিন বিজেপি কর্মীকে নিজেদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার রোল গ্রামের ঘটনা।
বিজেপি নেতৃত্বের দাবি, শুক্রবার রাতে ইন্দাস-১ পার্টি অফিসে জেলা নেতৃত্বের উপস্থিতিতে কর্মী সভা সেরে তিন দলীয় কর্মী বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা লাঠি ও রড দিয়ে তাদের ব্যাপক মারধর করে। একই সঙ্গে বাইকটিও ভেঙ্গে দেয় বলে অভিযোগ। আহত ঐ তিন বিজেপি কর্মী বর্তমানে ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন বলে
জানাগেছে।

আহত বিজেপি কর্মী লক্ষণ ঘোষ, উৎপল ঘোষরা বলেন, দলীয় কর্মী সভা সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের পার্টি অফিসে আমাদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। ঐ ঘটনায় জনা দশেক তৃণমূল আশ্রিত দুষ্কৃতি যুক্ত। শুধুমাত্র বিজেপি করার জন্যই তাদের মারধর করা হয়েছে বলেও তারা দাবি করেন।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য ও ইন্দাস বিধানসভার কনভেনর মীর নজরুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে বলেন, বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করা হয়েছে।


