বালুরঘাটে তোলা চেয়ে বিজেপির দুই কর্মীকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতিদের, অভিযুক্তরা তৃণমূলের দাবি আক্রান্তদের

আমাদের ভারত, বালুরঘাট, ১৯ নভেম্বর: বিজেপি করায় দুই বিজেপি কর্মীর উপর সশস্ত্র হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভোররাতে তোলা চেয়ে মারধর। উত্তেজনা বালুরঘাটের খাদিমপুরে।
ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবককে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। মঙ্গলবার ঘটনা জানিয়ে অভিযুক্ত পিনাকী সিংহ এবং বাপী বর্মন নামে দুই দুষ্কৃতির বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোরে বোল্লা মেলা থেকে ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন খাদিমপুর রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা শিবশঙ্কর মালাকার এবং সুজয় মহন্ত। বাড়ি থেকে কিছুটা দূরে দুষ্কৃতীরা তাদের পথ আটকে টাকার দাবি করে বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করতেই বেধড়ক মারধর করা হয় তাদের। অভিযোগ, শিব শঙ্কর মালাকারকে প্রাণে মারার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপও দেয় দুষ্কৃতীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবকের হাতে লাগে ধারালো অস্ত্রের কোপ। ঘটনার পরেই রক্তাক্ত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় ওই দুই অভিযুক্ত।

আক্রান্ত শিব শঙ্কর মালাকারের স্ত্রী সঙ্গীতা মহন্ত জানিয়েছেন, তাঁর স্বামী ও দাদাকে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা। তাদের কাছে থাকা ৭ হাজার টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। তার স্বামীকে প্রাণে মারার চেষ্টাও হয়েছে।

আক্রান্তের দাদা সুজয় মহন্ত জানিয়েছেন, এলাকায় বিজেপি করার জন্যই কোনও কারণ ছাড়াই তাদের পথ আটকে মারধর করে তৃণমূলের ওই দুই যুবক। ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়েছে তার ভাইকে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তৃণমূলের বালুরঘাট শহর কার্যকরী সভাপতি সজয় সাহা জানিয়েছেন, এমন অভিযোগ সঠিক নয়। তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।

বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *