BJP, বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিকত্বের আশ্বাস বিজেপি-র

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: “বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা মতুয়া, নমঃশূদ্র সহ সমস্ত হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।” শুক্রবার সল্টলেকস্থিত রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার।

এসআইআর-এ উত্তর ২৪ পরগনায় মোট ৭ লক্ষ ৯২ হাজার ১০৭ জনের নাম বাদ গিয়েছে। ‘নো ম্যাপিং’ ভোটার (যাঁদের নাম ২০০২-এর ভোটার তালিকায় নেই) ৭ লক্ষ ৪১ হাজার ৭০০। এই আবহে অতি সম্প্রতি বনগাঁয় ‘ঠাকুরবাড়ি’-তে আসা বহু মানুষ সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) আবেদন করেছেন জানিয়েও প্রশ্ন তুলেছেন, কত দ্রুত নাগরিকত্ব মিলবে? আতঙ্ক দেখা দিয়েছে তাঁদের অনেকের মনে।

নাগরিকত্ব ও উদ্বাস্তু প্রসঙ্গে দেবজিৎবাবু এ দিন বলেন, সিএএ-এর মাধ্যমে তাঁদের নাগরিকত্ব সুরক্ষিত হয়েছে। কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন না। তিনি সকল যোগ্য উদ্বাস্তু নাগরিকদের দ্রুত সিএএ আবেদন সম্পূর্ণ করার আহ্বান জানান।

এই সঙ্গে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় চরম অব্যবস্থা, অবহেলা ও দুর্নীতির কারণে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নীরবতা এই ব্যর্থতারই প্রমাণ।

তিনি জানান, এই পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় নদীয়া জেলার তাহেরপুর মাঠে এক বিশাল জনসভায় পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে এই জনসভায় অংশ নিয়ে গণতন্ত্র, নিরাপত্তা ও রাজ্যের ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান দেবজিৎবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *