মেদিনীপুরের ৫ নম্বর ওয়ার্ডে বিজেপি ও তৃণমূলের জমজমাট লড়াই 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলির প্রার্থীদের মতোই কোমর বেঁধে প্রচারে নেমেছেন  মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী আশীর্বাদ ভৌমিক এবং তৃণমূল প্রার্থী মৌ রায়।

গত পৌরসভার বিদায়ী কাউন্সিলর মৌ রায়  এবারও দ্বিতীয় বারের জন্য ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন। এই ওয়ার্ডে জেলা বিজেপির সাধারণ সম্পাদক আশীর্বাদ ভৌমিক প্রথমবার পৌরসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মৌ রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দুই প্রার্থীরই রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে,  দুজনেই প্রচারে ভালো সাড়া ফেলে পরস্পরকে টেক্কা দিচ্ছেন।

বিজেপি প্রার্থী আশীর্বাদ বলেন, দল লড়ার সুযোগ দিয়েছে। আমাদের কাছে শহরের সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের সেগুলি পূরণ করতে হবে।

কারোর নাম না করে আশীর্বাদ বলেন, মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এবং মেদিনীপুর পৌরসভা গত ৮ বছর ধরে উপর থেকে নীচে পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। এবারের নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে, মানুষ লোকসভা ও বিধানসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপিকে এগিয়ে রেখেছেন। অর্থাৎ তারা বিজেপিকে এই ওয়ার্ডের দায়িত্ব দিতে চাইছেন। ৫ নং ওয়ার্ড সহ মেদিনীপুর পৌরসভার অনেকগুলি ওয়ার্ডেই আমরা জয়ী হয়ে বোর্ড গঠন করবো এবং দুর্নীতি মুক্ত পৌরসভা উপহার দেবো। 

তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌ রায় বলেন, গতবার দায়িত্ব পাওয়ার পর ৫ নং ওয়ার্ডে শান্তি ফিরিয়ে এনে উন্নয়ন বজায় রেখেছি। রাস্তা, পানীয় জল, জল নিকাশি ব্যাবস্থা সহ নিরানব্বই ভাগ উন্নয়ন মূলক কাজ শেষ করেছি। এবারে মানুষ জয়ী করলে বাকি কাজ শেষ করবো। তিনি বলেন, কাজ করলেই সমালোচনা হবে।

কোভিড পরিস্থিতিতে বাম  রাম কাউকে দেখা
যায়নি, মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আমার নামে একজন মিথ্যে অভিযোগ করেছিল আমি অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছি কোর্টে। কেউ মিথ্যা বদনাম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালত পর্যন্ত নিয়ে যাবো। যদি কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে আমি প্রার্থী পদ প্রত্যাহার করে নেব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *