সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৪ আগস্ট: দল বদল অব্যাহত রইল পুরুলিয়ায়। আজ বিজেপিতে তো কাল তৃণমূলে। আবার আজ তৃণমূলে তো কাল বিজেপিতে যোগ দেওয়ার অনুষ্ঠান চলছেই। বাঘমুন্ডি বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি ও ফরওয়ার্ড ব্লক সমর্থিত ১৭০টি পরিবার তৃণমূলে যোগ দিল।

আজ বাঘমুন্ডির বাড়েরিয়া গ্রামে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।ওই বিধানসভা এলাকার সুইসা, পুস্তি সহ কয়েকটি অঞ্চল ১৫০টি বিজেপি পরিবার ও ২০টি ফরওয়ার্ড ব্লক সমর্থিত পরিবার তৃণমূলে যোগ দেন। পরিবারগুলির সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি সোহম চক্রবর্তী, শান্তনু ব্যানার্জি, পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু প্রমুখ নেতৃত্ব।
দলত্যাগীদের অভিযোগ, বিজেপিতে থেকে কোনও উপকৃত হননি তাঁরা। মিথ্যে প্রলোভন দেখিয়েছে বিজেপি। তাই, তৃণমূলে যোগ দিয়ে উন্নয়নের শরিক হতে চেয়ে দল ত্যাগ করেন তাঁরা।

