সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৫ জুলাই: ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি জমা দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে শতাধিক কর্মী সমর্থক পোস্টার ব্যানার নিয়ে মহকুমা শাসকের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখায়। পরে পাঁচজনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন৷
এদিনের কর্মসূচিতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদারকে দেখা গেলেও দেখা যায়নি বিজেপির তিন বিধায়ক বিশ্বজিৎ দাস, অশোক কৃর্ত্তনীয়া ও সুব্রত ঠাকুরকে।
বিধায়কদের অনুপস্থিতি প্রসঙ্গে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, বিধায়করা কেউ অসুস্থ্য, কেউ কাজে ব্যস্ত আছেন, তাই আসতে পারেননি। স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতা গোপাল শেঠ বলেন,”স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বনগাঁয় ভ্যাকসিনেশনের কাজ চলছে।

