উত্তরপ্রদেশে পুরসভা ভোটে বিজেপি এগিয়ে, টুইট অমিত মালব্যর

আমাদের ভারত, ১৩ মে : উত্তরপ্রদেশে পুরসভা নির্বাচনে বিপুল ভোটপ্রাপ্তিতে টুইট করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

শনিবার দুপুরে তিনি লিখেছেন, “বিজেপি উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে। ১৭ টি কর্পোরেশন আসনের মধ্যে ১৬টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস এবং এসপি এখনও পর্যন্ত একটিও আসন পায়নি।”

শনিবার সকাল থেকেই কর্নাটকে বিধানসভার ভোটের পাশাপাশি উত্তরপ্রদেশে শুরু হয় পুরভোটের গণনা। এদিন লখনউ, বারাণসী, অযোধ্যার মতো শহরের পুরসভার ভাগ্য নির্ধারণ হয়। ২০২৪ সালের আগে এই পুরভোট উত্তরপ্রদেশে বিজেপির সেমিফাইনাল। রাজনৈতিক মহলের মতে মানুষের মন বুঝতে আগামীদিনের রুটম্যাপ ঠিক করতে সাহায্য করবে গেরুয়া শিবিরকে।

উত্তরপ্রদেশে এ বার পুর নির্বাচনে ৭৫টি জেলার ১৭টি নগর নিগম, ১৯৯টি নগরপালিকা এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতে দু’দফায় ভোটগ্রহণ হয়েছে। কার দখলে থাকবে পুরসভা তা আজই স্পষ্ট হয়ে যাবে। বিজেপির সঙ্গে সেখানে প্রতিদ্বন্দ্বিতা চলছে সমাজবাদী পার্টির। লড়াইয়ে ময়দানে রয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কংগ্রেসও।

বুথ ফেরত সমীক্ষাই বলছিল, বিজেপিই অধিকাংশ পুরসভা দখল নেবে। তবে কড়া টক্কর দিতে পারে সমাজবাদী পার্টিও। বাস্তবে অবশ্য টক্করের প্রতিফলন মেলেনি। উত্তরপ্রদেশের ১৭টি পুরসভার নির্বাচনী ফলাফলে গণনার প্রায় প্রথম থেকে বিভিন্ন আসনে এগিয়ে বিজেপির প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *