রাজেন রায়, কলকাতা, ২০ ডিসেম্বর: ভোট মিটে যাওয়ার পর থেকেই সন্ত্রাসের অভিযোগে একজোট হয়েছে বাম বিজেপি কংগ্রেস সব দল। রবিবারই রাস্তায় নেমেছেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। কলকাতায় ভোট চলার কারণে বিক্ষোভ দেখিয়েছিলেন জেলায় জেলায়। পরিকল্পনা মত সোমবার দুপুরে কলকাতার বুকে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, শীতের দুপুরে উত্তপ্ত সেন্ট্রাল অ্যাভিনিউ। পরিস্থিতি সামাল দিতে মজুত ছিল বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর ব্যারিকেড ভেঙ্গে মিছিল এগোতে গেলেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, সেখান থেকে ধস্তাধস্তি। এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য এই মিছিলের কোনও অনুমতি ছিল না, বিনা অনুমতিতে পথে নেমেছে গেরুয়া শিবির। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীদের।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “রবিবার কলকাতা পুরভোটে আমরা যা দেখেছি তা তো হিমশৈলের চূড়া মাত্র। এরপরও আরও অনেক কিছু হয়েছে। যা বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে গণতন্ত্র নেই। না হলে এভাবে মিছিল কেউ রুদ্ধ করে? ফ্যাসিস্ট শাসকের মনোবৃত্তিই এই ঘটনা প্রমাণ করছে।”