কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ এপ্রিল: রামজীবনপুরে বিজেপি বিক্ষোভ দেখাল পৌরসভার গেটের মুখে। রামজীবনপুর পৌরসভা দুঃস্থ গরিবদের ১৮ কুইন্টাল গম বিতরণ করা হচ্ছে না বলে দাবি করেন বিজেপি নেতা নন্দ নিয়োগী। দুঃস্থ গরিব মানুষকে কেন গম বিতরণ করা হচ্ছে না সেই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হন রামজীবনপুর বিজেপি কর্মীরা। বিজেপি নেতা নন্দ নিয়োগী জানান, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যানকে জবাব দিতে হবে কেন তিনি এই লকডাউনে অসহায় দুঃস্থদের গম বিতরণ করছেন না। পুরসভা থেকে গম পাচার করে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। দুঃস্থদের প্রাপ্য গম বন্টনের হিসাব আমরা চেয়েছি কিন্তু চেয়ারম্যান পৌরসভায় আজ আসেননি। আমরা এর দ্রুত তদন্ত চাই বলেও দাবি করেন তিনি।
চেয়ারম্যান নির্মল চৌধুরী জানান, গম আছে পরে দেওয়া হবে। তবে ১৮ কুইন্টাল নয় ২৫ কুইন্টাল আছে। মহকুমা রিলিফ অফিসারের নির্দেশ মত কাজ করছি। তবে শীঘ্রই রিলিফ অফিসারের নির্দেশে দেওয়া হবে। বিজেপি সব জায়গায় এরকম বিক্ষোভ দেখাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে।