আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই অবরোধের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বরুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর ও সারেন গ্রামে লাগানো বিজেপির দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠলো ততৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় এক ঘন্টা ধরে বিজেপি কর্মী সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এই অবরোধের ফলে মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বহু দূরপাল্লা লরি ও বাস আটকে পরে। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। এই অবরোধে ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম, বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহেড়ী।