শান্তিনিকেতনে ভাঙ্গচুরের ঘটনার প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৯ আগস্ট: শান্তিনিকেতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। পুরুলিয়া শহরে দুলমি মোড়ে দলীয় কর্মসূচিতে অংশ নেন জেলা বিজেপি নেতৃত্ব। পুরুলিয়া শহর মন্ডলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ স্থলে কর্মসূচির
শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিজেপি নেতা ও কর্মীরা। তারপরই শান্তিনিকেতন কান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বক্তব্যও রাখেন বেশ কয়েকজন।

প্রসঙ্গত, সোমবার সকালে শান্তিনিকেতনে প্রাচীর ঘেরাকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড বাধে। প্রাচীর করার জন্য প্রতিবাদ জানিয়ে ভাগচুর চালায় একদল দুষ্কৃতী। নির্মাণ সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ। এছাড়া বিশ্বভারতীর পুরনো গেট ও বিদ্যুতের খুঁটি ওই দুষ্কৃতীরা ভেঙ্গে দেয়। যদিও কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল।

ওই দিনের ঘটনার তীব্র প্রতিবাদ করে বিজেপি শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “জঘন্য রাজনীতি চলছে রাজ্যজুড়ে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের নেত্রীকে বাংলার মনীষীদের চেয়েও উঁচু আসনে বসাতে এই জঘন্য কাজ করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে মুছে ফেলার জন্য উদ্যোগী হয়েছে শাসক দল। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *