বিজেপি কর্মীদের ওপর হিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজ্যের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ সেপ্টেম্বর: বাংলা বাঁচাও ও গণতন্ত্র বাঁচাও কর্মসূচি নিয়ে সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি করল নদিয়া উত্তরের বিজেপি। সর্বস্তরের দুর্নীতি, বিজেপি কর্মীদের ওপর হিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগর মহাকুমা শাসকের অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। শাসক দল প্রশাসনকে অপব্যবহার করে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনের মিথ্যা মামলা করে তাদের জেলে পাঠানোর অভিযোগে নদিয়া জেলা উত্তরের বিজেপি এদিন বিক্ষোভ ঘেরাও সহ কৃষ্ণনগর মহকুমা শাসকের কাছে এক স্মারকলিপি জমা দেন।

বিজেপির অভিযোগ আমফান, সাইক্লোনের ত্রাণ, নারদা, সারদা, রোজভ্যালি, চিটফান্ড, পঞ্চায়েতে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশনে গরিব মানুষের শৌচাগার তৈরি সহ গত ৫ মাসে শাসক দল কোভিড ১৯ লকডাউনে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ রেশন দুর্নীতি করে পশ্চিমবঙ্গের গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে রাজ্যের শাসক দল। এছাড়া প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত না করে রাজ্যের ৭০ লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিজেপির আরোও অভিযোগ, কেন্দ্রের প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষক বীমা নিয়ে ও দুর্নীতি করছে শাসক দল।

এছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙ্গে পড়েছে। ফেস মাস্ক, স্যানিটাইজার, ভেন্টিলেটর নিয়েও দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি।ডেঙ্গু ও অজানা জ্বরে হাজার হাজার লোক আক্রান্ত হবার পরও বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যবীমা পরিষেবা আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছেন শাসক দল। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি উত্তরের জেলা সভাপতি আশুতোষ পাল সহ ছিলেন জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *