অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ মে: করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন।আর এই লকডাউনের মধ্যে বিদ্যুতের বিল মকুবের দাবি নিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিবাদ ও আন্দোলনে সামিল হলেন ঝাড়গ্রাম জেলার বিজেপি যুব মোচার কর্মীরা। আজ শনিবার বিজেপির ঝাড়গ্রাম জেলার যুব মোচার সভাপতি অনুরণ সেনাপতি ও যুব মোচার কর্মীরা মুখে মাস্ক বেঁধে গোপীবল্লভপুর ২ নং ব্লকের চোরমুণ্ডি গ্রামে নিজের বাড়ির উঠনে অবস্থান বিক্ষোভ করেন।
এ বিষয়ে ঝাড়গ্রাম যুব মোর্চার সভাপতি অনুরণ সেনাপতি জানান, বর্তমান লকডাউনের জন্য বেশিরভাগ মানুষই কর্মহীন অবস্থায় আছেন। বর্তমানে মানুষ দু’বেলা দু’মুঠো খাবার জন্য বিপর্যয়ের মুখে পড়েছে। সে ক্ষেত্রে তিন মাসের বিদ্যুতের বিল সাধারণ মানুষের কাছে বোঝার মত বিষয়। এ সময় নিজের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। বিদ্যুতের লোক বাড়ি বাড়ি গিয়ে বলছে অথবা এসএমএস এর মাধ্যমে জানাচ্ছে আগের মাসের যে বিল দেওয়া হয়েছে সেই অনুসারে বিলটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। যেখানে সাধারণ মানুষ দুবেলা-দুমুঠো খাবার জোগাড় করতে সমস্যায় পড়ছেন সেখানে কিভাবে তিন মাসের বিদ্যুতের বিল মেটাবেন। তাই আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে লকডাউনের সমস্ত নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক বা রুমাল বেঁধে যে যার নিজের বাড়িতে অথবা বাড়ির উঠোনে ঝাড়গাম জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ করছি। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি ও অনুরোধ এই তিন মাস সবাইকার বিদ্যুতের বিল মুকুব করা হোক।