আমাদের ভারত, হুগলী, ৪ সেপ্টেম্বর: আমফান দুর্নীতির বিরুদ্ধে আজ বিজেপির হুগলি জেলার অবস্থান বিক্ষোভে সামিল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন সাংসদ লকেট চ্যাটার্জি ও হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে চুঁচুড়ায় মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করতে এদিন দুপুর ১২টা নাগাদ ঘড়ির মোড়ে কয়েকশো কর্মী জড়ো হয়। সেখানে একটি সভা করে বিজেপি নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে আমফান নিয়ে চাঁছাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। শাসক দলের চুরি রাহাজানি ত্রাণের টাকা প্রতারণা নিয়ে তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের পরিবারের প্রতি স্বজনপোষণ করেছে বলে অভিযোগ করেন সাংসদ। ঘড়ির মোড়ের সভা মঞ্চ থেকে মহকুমাশাসকের অফিস পর্যন্ত মিছিল করেন সাংসদ। এরপর সদর মহকুমাশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।

