নারী নিগ্রহ, ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির পদযাত্রা ও ধর্না কর্মসূচি গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর: “আর নয় মহিলাদের অসুরক্ষা, দিকে দিকে নারী নিগ্রহ, ধর্ষণ ও খুনের প্রতিবাদে পদযাত্রা ও ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হল বিজেপির। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের খুন্তি মোড় থেকে থানা মোড় পর্যন্ত মিছিল করল বিজেপি। মিছিলের শেষে গোপীবল্লভপুর থানার পাশেই হয় ধর্না মঞ্চ। এই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার মহিলা সম্পাদিকা রিমঝিম মিত্র, সাধারণ সম্পাদক অনুরণ সেনাপতি।

এদিন ধর্না মঞ্চ থেকে ৫টি স্ব-সহায়ক দল সহ ৫০জন যোগদান করে বিজেপিতে। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রিমঝিম মিত্র। তার পরেই ধর্না মঞ্চ থেকে রিমঝিম মিত্র বলেন, কালিঘাট একটা পবিত্র জায়গা, সেখানে আমাদের সোনার বাংলার মা কালী আছেন। সেই পবিত্র জায়গায় এক অপবিত্র মহিলা বসবাস করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা উপড়ে ফেলে দিয়ে কালিঘাট থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আপনারা কথা দিচ্ছেন তো? সাথে তিনি গোপীবল্লভপুরের তৃণমূল নেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি হিংসায় বিশ্বাস করে না। কিন্তু আমাদের মহিলাদের প্রতি যদি কোনও আক্রমণ হয়, তাহলে যুব মোর্চার কর্মীরা কাউকে ছেড়ে কথা বলবে না উপড়ে ফেলে দেবে।

তিনি রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে বলেন, তৃণমূল নেতারা যদি আপনাদের বাড়িতে দুয়ারে সরকার প্রকল্পের জন্য যান তাদেরকে মুড়ো ঝাঁটা মেরে দূর করে দেবেন৷ যাদের বাড়িতে ঝাঁটা নেই আমি পরের বারে এলে তাদের জন্য মুড়ো ঝাঁটার ব্যবস্থা করে দেবো। উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ট্যাব দিয়ে কেনার চেষ্টা করছেন। তাদেরকে ১০০০০ টাকা করে দেওয়ার কথা সেই টাকা থেকে দেখবেন কাটমানির টাকা হিসেবে ওনার ভাইপো নিয়ে যাবে। কেউ যদি টাকা দেয় আপনারা নিয়ে নিন আর ভোট পদ্মফুলে দিন।

ঝাড়গ্রাম জেলার যুব মোর্চার সম্পাদক সুমন্ত মহান্তি বলেন, আজকের এই মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করছি আজকের পর থেকে যদি যুব মোর্চার কর্মীদের একটিও কেস দেওয়া হয় তাহলে গোপীবল্লভপুর থানা ১৫ মিনিটের মধ্যে আমরা ঘিরে ফেলবো। ১৫ মিনিটে গোটা গোপীবল্লভপুরে আগুন জ্বলবে। ঝাড়গ্রাম জেলার যুব মোর্চাকে আর কম ভাববেন না। আজকের এই কর্মসূচিতে উপস্থিত মহিলা মোর্চার জেলা সভাপতি রিমঝিম শিং, জেলা যুব মোর্চার সভাপতি চন্দনেশর সেনগুপ্ত, জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ, যুব মোর্চার জেলা সম্পাদক সুমন্ত মাহান্তী, মোতৃষা পাল সহ আরও অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *