কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম দল তাদের আন্দোলনকে আরো বেশি জোরদার করছে। আজ ‘পশ্চিমবঙ্গ বাঁচাও এবং গণতন্ত্র বাঁচাও’ এই দাবিকে সামনে রেখে তারা মহকুমাশাসকের অফিসের সামনে ধর্নায় বসে। ঘাটাল মহকুমা শাসকের অফিসের সামনে ১১ টা থেকে ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলে।

কর্মসূচিতে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক রামকুমার দে। এছাড়াও ছিলেন জেলা ও মন্ডল নেতৃত্ব। বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। তৃণমূল খুন জখম এবং সন্ত্রাসের রাজত্ব চালাছে। বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করে তাদের কেস দেওয়া হচ্ছে। এই সরকার শিক্ষা স্বাস্থ্য থেকে সব কিছুতেই ব্যর্থ হয়েছে। রাজ্যে চরম অরাজকতা চলছে। করোনা সংক্রমণ থেকে আলুর দামের নিয়ন্ত্রণ সবকিছুতেই ব্যর্থ এই সরকার। আমফানের টাকা এবং কাটমানির টাকা থেকে শুরু করে তৃণমূলের নেতা এবং কর্মীরা চরম দুর্নীতিগ্রস্ত। পরবর্তী বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আরো বেশি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে।

