আমাদের ভারত, হুগলী, ২৯ জুন: সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে বিজেপির পৌরসভা অভিযান, হুগলীর রিষড়া পুরসভার গেটে জমায়েত হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক। পৌরসভা বাঁচাতে পুলিশের ভূমিকা যতটা ভিড় হঠাতে তার ছিটে ফোঁটাও দেখা গেল না। এমনিতেই ঘিঞ্জি এলাকায় পৌরসভা তার মধ্যে হাজারেরও বেশি বিজেপি সমর্থকরা আজ সকালে জড়ো হন পুরসভার সামনে। কারোর মুখে আবার মাস্কও নেই, গা ঘেঁষাঘেঁষি থেকে স্লোগান ঘেরাও চলল ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে।
আমফানে ক্ষতিপূরণ বন্টনে দূর্নীতি, রাস্তা তৈরীতে বেনিয়ম, নিয়োগে অস্বচ্ছতা সহ একরাশ দূর্নীতির অভিযোগ পুর প্রশাসনের বিরুদ্ধে। আর সেই বিক্ষোভ দেখাতে এসে যে আরোও বেশি মানুষের ক্ষতি হতে পারে তার কোনোও সদুত্তর নেই কারোর কাছে।
পাল্টা অভিযোগ করে রিষড়ার পুর প্রশাসক বিজয় মিশ্রের বক্তব্য যারা দূর্নীতির আঁতুরঘরে থাকে তাদের আবার নিয়ম কি।