পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ সেপ্টেম্বর: অগ্নিমূল্য সবজির দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় আন্দোলনে নামল বিজেপি। সাদা ভাত নিয়ে রাস্তায় বসে সবজিতে আগুন লাগিয়ে প্রতিবাদ বিজেপি নেতৃত্বদের। সবজির উপর তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার অভিযোগ তুলেও প্রতিবাদে সোচ্চার হয়েছেন আন্দোলনকারীরা। রবিবার বালুরঘাট টাউন বিজেপির উদ্যোগে এমন প্রতিবাদ আন্দোলনের আয়োজন করা হয়। শহরের মঙ্গলপুরের বিজেপি মোড় এলাকায় রাস্তায় বসে সাদা ভাতের থালা নিয়ে সবজিতে আগুন লাগিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন টাউন বিজেপির কর্মী-সমর্থকেরা।
লকডাউনের সময়ে অনেকেই কাজ হারিয়ে এক প্রকার খালি হাতেই সময় কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের। বিশেষ করে দিন আনা দিন খাওয়া পরিবারগুলির অবস্থা ক্রমশই সঙ্কটজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে দিনের-পর-দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। লঙ্কা থেকে শুরু করে আলু সহ প্রায় সমস্ত সবজির দাম এখন জন সাধারণের নাগালের বাইরে। অগ্নিমূল্যের বাজারে দুবেলা দুমুঠো খাওয়া এখন যেন কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অসহায় মানুষগুলির কাছে। আর এই প্রতিদিন সবজির মূল্য বৃদ্ধির জন্য কাটমানি আদায়কেই দায়ী করছেন বিজেপি নেতৃত্বরা। প্রশাসনের নজরদারির অভাবে বাড়ছে কালোবাজারিও। যার প্রতিবাদেই এদিন রাস্তায় নেমে অভিনব আন্দোলন করেছেন বিজেপি নেতৃত্বরা। এদিন বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সুমন বর্মণ, মহিলা মোর্চা সভানেত্রী সংঘমিত্রা রায় সহ অন্যান্য শহর মণ্ডলের নেতৃত্বরা থালায় সাদা ভাত নিয়ে রাস্তায় বসে সবজিতে আগুন লাগিয়ে অভিনব আন্দোলনে নামেন। অবিলম্বে রাজ্য সরকার যাতে সবজির দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে সেই দাবি তোলা হয় বিজেপির তরফে।

বিজেপির মন্ডল সভাপতি সুমন বর্মণ জানিয়েছেন, দিনের-পর-দিন অগ্নিমূল্য হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। যার প্রতিবাদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই আন্দোলন। সরকার কোনও সদর্থক ভূমিকা গ্রহণ না করলে তাদের সংগঠনের তরফে আরও বৃহত্তর আন্দোলনের নামা হবে।

