সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর: বাগদা থেকে আমডোব পর্যন্ত প্রায় আট কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রায় দুই ঘণ্টা ধরে বনগাঁ-বাগদা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি সহ স্থানীয় বাসিন্দারা। রবিবার উত্তর ২৪ পরগনার বাগদা আষারু এলাকায় অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় বিজেপি।
বিজেপি নেতৃত্ব ও বাসিন্দারদের অভিযোগ, আষারু মোড় থেকে চার পাঁচটি গ্রাম পেরিয়ে প্রায় আট কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষের যাতায়াতে এক মাত্র রাস্তা। পাল্লা দিয়ে চলছে যানবাহন। ফলে খানাখন্দে ভরে গিয়েছে। বৃষ্টি পড়ে পিচ উঠে আরও এবড়োখেবড়ো হয়ে গিয়েছে ওই রাস্তা। প্রাতিদিনি দুর্ঘটনার শিকার হয় গ্রামবাসীরা। অথচ প্রায় পাঁচ বছর ধরে রাস্তাটির কোনও সংস্কার হয়নি। বিজেপি নেতাদের দাবি, কয়েক মাস আগে আষারু পঞ্চায়েত থেকে জানানো হয়েছিল, রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে। তারপরও ছয় মাস কেটে গেলেও এখনও পর্যন্ত রাস্তার কাজে হাত দেওয়া হয়নি। কি কারণে কাজ শুরু হল না তার জবাব চান তারা। পুলিশের পক্ষ থেকে রাস্তা সংস্কার নিয়ে ঊর্দ্ধতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু হওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি।

তৃণমূলের পক্ষ থেকে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জানান, যে ঠিকা কর্মীকে টেন্ডার দেওয়া হয়েছিল সে ব্লকলিস্ট হওয়ায় রাস্তার কাজ শুরু করা যায়নি। আমরা চেষ্টা করছি যাতে অতি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা যায়।

