আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ মে : ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপির এজেন্টকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পরে বিজেপি প্রতিরোধ গড়লে অভিযুক্ত পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী ছুটে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বীরভূম লোকসভার হাঁসন বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া গ্রামের ২৩৮ নম্বর বুথে।
এদিন ওই বুথে বিজেপি এজেন্ট ছিলেন অসীম মাল। অভিযোগ, এক যুবক ভুয়ো ভোট দিতে ঢুকল ধরে ফেলেন অসীম মাল। অবস্থা বেগতিক দেখে ছুটে পালিয়ে যায় ভুয়ো ভোটার। এরপরেই অসীম মালকে মারধর করে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী রনি শেখ। অসীমের মাথা ফাটিয়ে দেয়। এরপরেই বিজেপির লোকজন জমায়েত হয়ে রনিকে ধরতে তেড়ে যায়। প্রাণ বাঁচাতে রনি শেখ পালিয়ে যায়।
ছবি: বিজেপির প্রতিরোধ।
বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকদিন ধরেই ওরা আমাদের হুমকি দিয়ে আসছিল। আজ তাদের ছাপ্পা দিতে বাধা দেওয়ায় আমাদের এজেন্টকে মারধর করা হয়।”
অসীম মাল বলেন, “বুথে তৃণমূলের লোকজন বেশি। অন্য প্রার্থীদের এজেন্ট হয়ে বসে আছে তারা। প্রথম থেকেই তারা আমাকে হুমকি দিয়ে আসছে। এক ভুয়ো ভোটারকে ধরে ফেলায় রনি শেখের নেতৃত্বে আমাকে মারধর করা হয়।”
তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “গ্রামে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে।”