আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ ফেব্রুয়ারি: ভোটের দিন যত সামনে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এবার বিজেপির রথ যাত্রা কর্মসূচি উপলক্ষে দলীয় পতাকা লাগাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মার খেলেন বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ। হালিশহর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আক্রান্ত বিজেপি কর্মী সুপ্রতিম ঘোষের পক্ষ থেকে অভিযোগ করা হলেও তৃণমূল গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে।
উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা এলাকার হাজিনগরে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে হাজিনগর গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় বেশ কিছু দুষ্কৃতী হালিশহর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রপ্রমুখ সুপ্রতিম ঘোষের উপর চড়াও হয়। তাঁকে লাঠি, বাঁশ দিয়ে মারে, ঘুষি মেরে মুখ ফুলিয়ে দেওয়া হয়।
সুপ্রতিম ঘোষের অভিযোগ, “আমি একাই দলীয় কাজ করছিলাম, সেই সময় তৃণমূলের ৫ দুষ্কৃতী এসে আমার উপর হামলা চালায়। আমি রথ যাত্রা উপলক্ষে নিজের ওয়ার্ডে দলীয় পতাকা লাগাচ্ছিলাম, ওরা সেই পতাকা খুলে ফেলছিল। আমি প্রতিবাদ করে বলেছিলাম, কেন পতাকাগুলো খুলে ফেলছ ল? তার পরিবর্তে ওরা একা পেয়ে আমার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আমাকে বেদম প্রহার করে। ওদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।”
বীজপুর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করলেও কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল এই ঘটনা অস্বীকার করে গোটা বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে।