স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৮ নভেম্বর: শান্তিপুরে আক্রান্ত এক বিজেপি কর্মীর। তিনি একজন মৌলবী। আর তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে বিক্ষোভ বিজেপির। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার শান্তিপুরের ডাকঘরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
জানা গেছে, শান্তিপুরের সাহেব ডাঙ্গায় মসিবুল মল্লিক নামে এক মৌলবী থাকেন। তিনি একজন বিজেপি কর্মী। গত পাঁচ বছর ধরে তিনি নামাজ পড়ান। নামাজ পড়িয়ে বাড়ির পথে আসার সময় তিনি গত পরশু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাঁকে মাথায় বাঁশ দিয়ে মেরে সাইকেল থেকে ফেলে দেওয়া হয়। এরপর ৩ – ৪ জন দুষ্কৃতী তাঁকে বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং তার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে। তার চিৎকারে এলাকার মানুষ চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
রাস্তায় পথ চলতি মানুষ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় ওই মৌলবী গত দুদিন আগে শান্তিপুর থানায় অভিযোগ করেছিল কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
তারই প্রতিবাদে শান্তিপুর শহর বিজেপির সভাপতি বিপ্লব করের নেতৃত্বে আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ হয় শান্তিপুর ডাকঘর মোড়ে। শান্তিপুর বিজেপির টাউন সভাপতি বিপ্লব কর বলেন, শান্তিপুরে হাজার হাজার সংখ্যালঘু বিজেপিতে যোগদান করছে এটা শাসকদল বুঝে গেছে। তাই তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর সেই কারণেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তৃণমূল হামলা করছে। ৪৮ ঘন্টা হয়ে যাবার পরও দোষীরা কেন গ্রেফতার হলো না সেই দাবি নিয়েই আজ এই আন্দোলন। প্রশাসন এসছিল আমাদের আশ্বাস দিয়েছে দোষীদের গ্রেপ্তার করবে। এরপরেও যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব।