সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ এপ্রিল: গীতা হাতে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আজ থেকে শুরু হলো ষষ্ঠ দফার ভোটের মনোনয়নপত্র দাখিল। প্রথম দিনেই ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সাজে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। আজ সকালেই প্রাচীন এক্তেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। সেখান থেকে তামলিবাঁধ থেকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন জেলাশাসকের দপ্তরে। এদিন তার সঙ্গে ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ সুভাষ সরকার।
গীতা হাতে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গীতাই সত্য। সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই হাতে পবিত্র গীতা আর ধুতি পাঞ্জাবি বাঙালির নিজস্ব পোষাক। মনোযোগ পত্র জমা দিয়ে তিনি এবারে আরো বেশি ভোটে জিতবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান। তিনি বলেন, এবারের ভোট মোদীজির জন্য ভোট, এছাড়াও এরাজ্যে দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, সন্দেশখালিতে মা বোনেদের ইজ্জত লুটের মত ঘটনা মানুষ দেখছে। এর প্রতিফলন ঘটবে ভোটে। তিনি বলেন, হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে।