বাইক নিয়ে রাস্তায় বেরতে হলে পরতেই হবে এই ধরনের হেলমেট, জারি সরকারের নতুন নির্দেশিকা

আমাদের ভারত, ২৮ নভেম্বর: বাইক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে এবার হেলমেটের গুনগত মানের উপর জোর দিল সরকার। সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রকের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বাইক বা স্কুটার চালানোর সময় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুমোদিত হেলমেট এবার থেকে পরতেই হবে। যেখান সেখান থেকে হেলমেট কিনে নিলে আর চলবে না একমাত্র বি আই এস সার্টিফাইড হেলমেট পরতে হবে চালকদের।

শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিআইএস সার্টিফাইড হেলমেট পরতে হবে বাইক চালকদের।‌ এই সিদ্ধান্ত দেশে নিম্ন মানের হেলমেট বিক্রি হওয়া বন্ধ করবে বলে রোড ট্রান্সপোর্ট হাইওয়ে মন্ত্রকের বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মারাত্মক জখমের ঝুঁকিও এড়াতে সহায়তা করবে।

ভারতে প্রতিদিন প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাইক আরোহীর মাথার হেলমেট নিম্নমানের হওয়ায় দুর্ঘটনায় গুরুতর আহত হয় মানুষ। তাই সড়ক দুর্ঘটনা কমাতে মোদী সরকার বি আই এসের শংসাপত্র যুক্ত হেলমেট বিক্রি ও উৎপাদন বাধ্যতামূলক করছে। হেলমেট ফর রাইডার্স অফ টু হুইলার মোটর ভিকেলস (কোয়ালিটি কন্ট্রোল) অর্ডার ২০২০ অনুযায়ী এবার থেকে বি আই এস সার্টিফাইড ছাড়া কোন ধরনের হেলমেট দেশে তৈরি বা বিক্রি করা যাবে না।

দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে দেশের আবহাওয়ার পরিস্থিতি কথা মাথায় রেখে হালকা হেলমেট ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখতে সড়ক নিরাপত্তা সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এইমসের চিকিৎসক ও বিআইএস কর্মকর্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা ছিলেন। সেই কমিটি ২০১৮ সালে হালকা হেলমেট তৈরি সুপারিশ করে, সড়ক ও সড়ক পরিবহনমন্ত্রক সেই প্রস্তাব গ্রহণ করে। সেই সুপারিশ মেনেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *