তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন পালন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ নভেম্বর: তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন পালন করা হল। শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় অবস্থিত প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তিতে ফুল, মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার কাউন্সিলরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহরের বিশিষ্ট মানুষরা।

প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন উপলক্ষ্যে তাঁর রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।
পাশাপাশি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কংগ্রেসের প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির ৭৭তম জন্মদিবস পালন করা হয়। এদিন রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, তুষারকান্তি গুহ সহ অন্যান্য নেতৃত্ব। এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রিয়বাবুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। রায়গঞ্জের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকেও কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্মদিবস উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *