আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৭ নভেম্বর: জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন বন্ধ চা-বাগানগুলিতে খাদ্য সামগ্রী বিলি করল বীরপাড়ায় ওয়েল ফেয়ার অরগানাইজেশন। সংস্থার তরফে প্রথম পর্যায়ে বীরপাড়া, ঢেকলাপাড়া, বান্ধাপানি এবং ডিমডিমা এই চারটি বন্ধ চা-বাগানের ১৯০টি পরিবারের হাতে তাদের এক মাসের খাদ্য সামগ্রী হিসেবে ১০ কিলো চাল, ১০ কিলো আটা, তেল, আলু, চিনি, ডাল লঙ্কা, হলুদ ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, করোনা আবহে বন্ধ চা-বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত আর্থিক সমস্যা ভুগছেন। একদিকে যেমন চা-বাগান বন্ধ তেমনি বাইরেও কাজ নেই। জীবিকা বন্ধের ফলে পরিবার নিয়ে চরম সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। তবে দীপাবলির প্রাক্কালে আজ এই সাহায়্য পেয়ে তারা বেজায় খুশি।
সংস্থার টিম লিডার রিয়া ছেত্রি বলেন,প্রথম পর্যায়ের চারটি বন্ধ বাগানের ১৯০টি পরিবারের হাতে সংস্থার পক্ষ থেকে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মুজনাই সহ অনান্য এলাকা গুলিতে ও একিই ভাবে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।” এদিকে প্রায় ১মাসের খাদ্য সামগ্রী পেয়ে যথেষ্টই খুশি পরিবারগুলো।