আমাদের ভারত, বীরভূম, ৬ অক্টোবর: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে শহিদ হলেন বীরভূমের এক সেনা জওয়ান। শহিদ সেনা জওয়ানের নাম গোপাল মাড্ডি। তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার নান্দুলিয়া গ্রামে। তিনি জলপাইগুরির বিন্নাগুড়িতে পোস্টিং ছিলেন। সেখান থেকে মাস খানেক আগে সিকিমের হরভজন সিং মন্দিরে ডিউটি করতে গিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগে সিকিমের হরভজন সিং মন্দির থেকে ডিউটি সেরে বিন্নাগুড়ি সেনাছাউনিতে ফিরছিলেন তিনি। ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েন। ৪ অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোপাল মাড্ডির বাড়িতে তার নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় গোপাল মাড্ডির বাড়িতে তার মৃত্যুর খবর দেয় ভারতীয় সেনা বাহিনী। গোপাল মাড্ডির মৃত্যুর খবর পৌঁছতেই আদিবাসী অধ্যুষিত নান্দুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।

২৯ বছর বয়সী গোপাল মাড্ডি ২০১৪ সালে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়ে যোগদান করেন। সেনাবাহিনীর মেডিক্যাল বিভাগে কর্মরত ছিলেন তিনি। ২০২১ সালে বোলপুরের শিয়ানের বাসিন্দা মাম্পী মুর্মুর সঙ্গে তার বিয়ে হয়। বাড়িতে রয়েছেন গোপাল মাডডির মা, বাবা, দাদা, বোন ও স্ত্রী।

