গ্রুপবাজি বরদাস্ত নয়, বেইমানদেরও রেয়াত নয়, চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি বিপ্লব মিত্রের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ জানুয়ারি: চেয়ারম্যানের দায়িত্ব পেতেই দলের গ্রুপবাজি বন্ধে কড়া বার্তা দিলেন বিপ্লব মিত্র। একইসাথে বেইমানদেরও রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি তাঁর। পুরনো কর্মীদের প্রাধান্য দিয়েই জেলায় এগোবে তৃণমূল, দাবি বিপ্লব মিত্রের। রবিবার কলকাতা থেকে সড়কপথে মালদায় ফিরতেই বিপ্লব মিত্রকে স্বাগত জানাতে হাজির হন কয়েক হাজার কর্মী সমর্থক। যার জেরে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। এরপরেই সেখান থেকে কয়েকশো গাড়ির কনভয় নিয়ে জেলায় প্রবেশ করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। রাস্তায় বিভিন্ন এলাকায় তাঁর গাড়ি থামিয়ে সংবর্ধনা দেন কর্মী সমর্থকরা। এদিন গঙ্গারামপুরের স্থানীয় একটি ক্লাবেও তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে সদস্যদের তরফে। যেখানে বক্তব্য রাখবার সময় বিগত নির্বাচনে বিরোধীদের কাছ থেকে উৎকোচ নিয়ে দলের প্রার্থীদের যারা হারিয়েছে সেইসব বেইমানদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। যাকে ঘিরে কিছুটা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন দলের নেতা-কর্মীরা।

বিপ্লব মিত্র জানিয়েছেন, নেত্রীর নির্দেশ মেনে সকল পুরোনো নেতাকর্মীদের প্রাধান্য দিয়েই দল পরিচালনা করবেন তিনি। লোকসভার পুনুরাবৃত্তি যাতে না হয় সেই দিকটা বিশেষ ভাবে দেখবেন। আগামী মঙ্গলবার সকলকে নিয়ে বৈঠক করে দলের রূপরেখা ঠিক করা হবে। পাশাপাশি দলের অভ্যন্তরে থাকা ছোট বড়ো যে কোনও সমস্যা আলোচনার পরিপ্রেক্ষিতেই সমাধান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *