দলীয় বিড়ম্বনা উড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য বিপ্লব মিত্রের, করোনা মোকাবিলায় ব্যক্তিগতভাবে দিলেন দু’লক্ষ টাকা

আমাদের ভারত, বালুরঘাট, ১ এপ্রিল: দলীয় বিড়ম্বনা উড়িয়ে দিয়ে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা তুলে দিলেন বিপ্লব মিত্র। প্রাক্তন তৃণমূল নেতার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। রাজনীতি করবার সময় এটা নয়, বিশ্বজুড়ে করোনার আতঙ্কে বিধবস্ত সাধারণ মানুষ। মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী যেভাবে মাঠে নেমেছেন তাতে সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাত্র, জানালেন বিপ্লব মিত্র। বুধবার ব্যক্তিগত উদ্যোগে স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে ওই টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাঠিয়েছেন বিপ্লববাবু। রাজনৈতিক ভাবে তৃণমূলের জেলা সভাপতির পদ ছেড়ে বেশকিছুদিন আগেই বিজেপিতে গিয়েছেন বিপ্লববাবু। আর এমন পরিস্থিতিতে সরাসরি মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ সাহায্যকে অনেকে ভিন্ন ব্যাখ্যা করলেও তাতে কার্যত জল ঢেলে দিয়েছেন বিপ্লব বাবু।

বিপ্লব মিত্র জানিয়েছেন, এটা দেশের চরম সঙ্কটের সময়। এসময় কোনও রঙ বিচার না করে প্রত্যেক মানুষ প্রত্যেকের সাহায্যে এগিয়ে আসা উচিত। নিজেদের সাধ্য হিসাবেই হাত বাড়িয়ে দেওয়া উচিত। রাজনীতি করার সময় অনেক রয়েছে। ঘরবন্দি দুঃস্থ মানুষগুলো অনেক জায়গাতেই না খেয়ে রয়েছে। আর এসবের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিন রাত এককরে যেভাবে কাজ করছে তা যথেষ্টই প্রশংসনীয়। আর তাতেই সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে কিছুটা ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *