আমাদের ভারত, ২৪ আগস্ট: আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে সামরিক পথে অবলম্বন করবে ভারত। লাদাখে চিনা সেনা অনুপ্রবেশ ইস্যুতে এমনটাই বার্তা দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তিন বাহিনীর প্রধান রাখঢাক না করেই লাদাখ নিয়ে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করলেন।
সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ রাওয়াত বলেছেন কূটনৈতিক স্তরে ও দুই দেশের সেনা পর্যায়ে আলোচনা চলছে। কিন্তু তা যদি শেষ পর্যন্ত ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে সামরিক উপায় অবলম্বন করতে দ্বিধা করবে না ভারত।
তার কথায় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এই অনুপ্রবেশ আটকাতে ইচ্ছুক ভারত সরকার। কিন্তু সব রকম চেষ্টার পরেও যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা সেনা নিজের অবস্থান না ফেরে তার জন্য সেনাকে সর্বদা প্রস্তুত থাকতে হয়। রাওয়াত আরো জানান লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা আগের জায়গায় ফিরছে কিনা তার দিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দৃষ্টি রয়েছে।
পূর্ব লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে প্রায় আড়াই মাস ধরে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চলছে চিন ও ভারতের মধ্যে। কিন্তু সম্পূর্ন সমাধান সূত্র এই বিষয় এখনো পর্যন্ত মেলেনি।
বৃহস্পতিবার ও কূটনৈতিক স্তরে আরো একবার আলোচনা হয়েছে । তারপর ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে দু’দেশের মধ্যে থাকা চুক্তি গুলি মেনেই দ্রুত সমস্ত বিবাদ দূর করতে চায় ভারত। এককথায় বৃহস্পতিবারের বৈঠক সে অর্থে ইতিবাচক হয়নি।
জুলাই মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চিনের বিদেশ মন্ত্রীর টেলিফোনে ২ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর প্রকৃত নিয়ন্ত্রণ থেকে সেনা সরাতে শুরু করে দু’পক্ষ। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সেই প্রক্রিয়া আবার থেমে গিয়েছে।
কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিক সূত্রে খবর, ভারতের স্পষ্ট বক্তব্য, চিন এই সেনা পিছনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না। এর ফল তাদের ভুগতে হতে পারে। সেনাবাহিনী কড়া জবাব দিতে তৈরি। এপ্রিল মাসের আগের অবস্থানে সেনাবাহিনীকে ফিরে যেতেই হবে চিনা সেনাকে।

