অভিষেক ব্যানার্জির স্ত্রীর নামে কোটি কোটি টাকা জমা করেছে বিনয় মিশ্র, সরাসরি অভিযোগ অর্জুন সিংয়ের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জানুয়ারি: “অভিষেক ব্যানার্জির নামে বিনয় মিশ্র বিভিন্ন দেশে ৩০টা বাড়ি কিনে রেখেছে। এছাড়া ব্যাঙ্ককের ব্যাংকে অভিষেক ব্যানার্জির স্ত্রীর নামে হাজার হাজার কোটি টাকা হাওয়ালার মাধ্যমে জমা হয়েছে।” এই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

আজ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চা চক্রে যোগ দিয়ে প্রকাশ্য মঞ্চে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নাম করে বিনয় মিশ্রের মাধ্যমে বেআইনী ভাবে বিদেশে হিসাব বহির্ভূত টাকা জমা রাখার অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, আমি ভাইপো বলছি না, অভিষেক ব্যানার্জির নাম করে বলছি এই কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক।”

উল্লেখ্য, কয়লা পাচার কান্ডের তদন্তে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম উঠে আসার পর থেকেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও সাড়ে তিন মাস আগে থেকেই দুবাইয়ে পালিয়েছেন বিনয় মিশ্র। তবে গতকাল বিনয় মিশ্রের তিনটি বাড়ি এবং অফিস হানা দিয়ে ৩টি ল্যাপটপ ও ৩টি স্মার্টফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। সিবিআই টেকনিক্যাল বিশেষজ্ঞ দলের দাবি, সেপ্টেম্বর মাসে ওই ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা মুছে দেওয়া হয়। ডিলিট করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ চ্যাট। তবে মুছে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলি পুনরায় উদ্ধার করার জন্য চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সিবিআই এর দাবি তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *