সায়ন ঘোষ, বনগাঁ, ১৬ ডিসেম্বর: একদিকে মুখে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করা করছে। আবার অন্যদিকে ভারত সরকারের পক্ষে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি খোঁজা হচ্ছে। এই অভিযোগ করলেন সিপিএম নেতা বিমান বসু। আজ তিনি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে। পাশাপাশি সংশোধিত নাগরিক আইনের তীব্র বিরোধিতা করেন তিনি।
আজ বনগাঁর টাউনহল মাঠে একটি প্রতিবাদ সভায় এসে সিপিএম নেতা বিমান বিমান বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেও বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য জমির ব্যবস্থা করছে তার সরকার। এটা এক প্রকার দ্বিচারিতা। ফলে তা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানান বনগাঁবাসীর উদ্দেশ্যে। তিনি বলেন, আমি শুনেছি রাজ্যে নাকি ডিটেনশন ক্যাম্প করার চিন্তা-ভাবনা চালছে। বনগাঁয় সেই জমি দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বাংলাদেশ সীমান্তের কাছে তাই সেই জমি বাতিল করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এখন অন্য জায়গায় এই জমি খোঁজা হচ্ছে। আর সেই জমি দেখার দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি নাগরিকত্ব সংশোধিত আইন করা হয়নি। শুধু ভারতেই নয় রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও এ ব্যাপারে মন্তব্য করা হয়েছে। তারাও নজর রাখছে ভারত সরকার যা করছে তা রাষ্ট্রসঙ্ঘের কাছে ভাল মনে হচ্ছে না বলে জানান বিমান বসু। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় সংবিধানের শর্ত অনুযায়ী সবাই নাগরিক এই দেশে সবাই থাকতে পারে আমরা এই আইন চাই না।