সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি: বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বামফ্রন্টের সঙ্গে যে হয়নি তা এদিন পরিষ্কার করে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ পুরুলিয়ার কোটশিলা জেলা বামফ্রন্টের একটি প্রতিবাদ সভায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ তুলে ধরেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আসন নিয়ে কোনও আলোচনা হয়নি। কোনও দলের মুখ্য নেতৃত্বের সঙ্গে এখনও কোনও কথা হয়নি।” তিনি নিজস্ব ঢঙে নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “খুচরো নেতৃত্ব বলতে পারে, আধ পয়সার নেতা বলতে পারে, আট আনার নেতা বলতে পারে, এক টাকার নেতা বলতে পারে। কিন্তু এখনও কেউ কিছু বলেনি। কারণ কিছু কিছু ভাসানো হচ্ছে। এই ভাসিয়ে দেওয়ার কথায় বিভ্রান্ত হবেন না। আমরা সঠিকভাবে মূল্যায়ণ করে এই সিটের সুষ্ঠ ভাবে বোঝাপড়া করব। এখন কিছুই করা
হয়নি”।
ওই সভায় যোগ দেওয়ার আগে সকালে পুরুলিয়া শহরের নামো পাড়ায় অবস্থিত সিপিএমের জেলা সদর কার্যালয়ে একটি বৈঠক করেন বিমান বাবু। বৈঠক শেষে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিজেপি ও তৃণমূল ঘরে যাতায়াত করার ধারা তৈরি করেছে। বাংলার রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এটা ভালো জিনিস নয়।” আজ ইডির তদন্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাই বলে জানান তিনি। নাথুরাম গডসের মূর্তি বসানো নিয়েও কঠোরভাবে বিজেপির সমালোচনা করেন এই বাম নেতা।